২৫ জানুয়ারি, ২০২০ ১৯:০১
কাজী আসমা আজমেরী বাংলাদেশি এক দুরন্ত তরুণী। যিনি বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভ্রমণ করেছেন বিশ্বের ১১৫টিও বেশি দেশ। ইতোমধ্যেই আলোচনায় এসেছেন বিশ্বের বিভিন্ন বড় বড় গণমাধ্যমে এবং সংবাদের শিরোনামও হয়েছেন বহুবার, যা বাংলাদেশের মাথা উঁচু করেছে বিশ্ব দরবারে।
এবার খুলনার এ মেয়ে সংবর্ধিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। শনিবার (১৮ জানুয়ারি) আরব আমিরাতের শারজাহ’র হুদাইবিয়া হলে তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয় বিশ্বব্যাপী খুলনা প্রবাসীদের সংগঠন এনআরবি, খুলনার উদ্যোগে।
এই সংবর্ধনা অনুষ্ঠানে কাজী আসমা আজমেরীসহ খুলনার এস এম সাইফুল ইসলামকেও সংবর্ধনা দেয়া হয়। তিনি ম্যানগ্রোভ ইনস্টিটিউট ও ইমপেরিয়াল কলেজের ম্যানেজিং ডিরেক্টর ও শিক্ষা উদ্যোক্তা।
অনুষ্ঠানে খুলনার উন্নয়নে প্রবাসীদের সাথে কাজ করার জন্য একমত হন কাজী আসমা আজমেরী।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন এনআরবি খুলনার ওয়ার্ল্ড কো-অর্ডিনেটর প্রকৌশলী মঈনুল ইসলাম এবং সভাপতিত্ব করেন শারজাহ ইসলামী ব্যাংকের সাবেক সিনিয়র ভিপি শেখ আব্দুল করমি সুজা।
আপনার মন্তব্য