সিলেটটুডে ডেস্ক

১৮ মে, ২০২০ ১০:৫১

লালনের মাজারে সিন্দুক ভেঙে টাকা চুরি

কুষ্টিয়া কুমারখালীর ছেউড়িয়ার অবস্থিত ফকির লালন সাঁইয়ের মাজারের তিনটি সিন্দুক ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।

রোববার (১৭ মে) সকালে মাজারের খাদেম রিপন ঘরের দরজা খুলে সিন্দুকের তালা ভাঙা দেখে পুলিশকে খবর দেন।

বিজ্ঞাপন

তবে সেখানে মোট কী পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি।

মাজারের খাদেম রিপন জানান, সকালে মাজারের দরজা খুলে তিনটি সিন্দুকের তালা ভাঙা দেখেন তিনি। খুঁজে দেখেন ভেতরে কোন টাকা নেই, সব টাকা চুরি হয়ে গেছে।

খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন অ্যাকাডেমির সভাপতি আসলাম হোসেন তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, এরকম একটি জায়গায় এভাবে চুরি হওয়াটা খুবই দুঃখজনক। এ ব্যাপারে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত