সিলেটটুডে ডেস্ক

০৯ জুন, ২০২০ ১৫:১৬

১১ জুন থেকে যশোরে ফ্লাইট শুরু

করোনার প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ৬৯ দিন পর ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এবার যশোর বিমানবন্দরও খুলে দেয়া হলো।

১১ জুন বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে যশোর রুটের ফ্লাইট চলাচল।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, যশোর বিমানবন্দর স্বাস্থ্যবিধি অনুযায়ী ফ্লাইট চলাচলের সব ব্যবস্থা নিশ্চিত করায় আমরা ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল একদিন সময় দিয়ে পরশু বৃহস্পতিবার থেকে ফ্লাইট চালু করা হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে দীর্ঘ ৬৯ দিন বন্ধ থাকার পর ১ জুন ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুর বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের জন্য খুলে দেয়া হয়। সেদিন থেকেই ফ্লাইট চলাচল শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বাংলাদেশে চারটি এয়ারলাইন্স কোম্পানিই অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে থাকে। তবে ২০ মার্চ থেকে তিন মাসের জন্য ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে রিজেন্ট এয়ারওয়েজ। এক্ষেত্রে এখন শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সই ফ্লাইট পরিচালনা করতে পারবে।

আপনার মন্তব্য

আলোচিত