সিলেটটুডে ডেস্ক

১৫ জুন, ২০২০ ২৩:১২

কামরানের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। এক শোকবার্তায় প্রয়াত কামরানকে সিলেটবাসীর স্বজন, প্রিয় রাজনৈতিক নেতা ও গ্রহণযোগ্য জনপ্রতিনিধি বলে উল্লেখ করেন তিনি।

শোকবার্তায় জামায়াতের আমির বলেন, ‘এমন ব্যক্তিত্বের চিরবিদায় নিঃসন্দেহে সিলেটবাসীর জন্য এক বেদনার দিন, শোকের দিন।’

তিনি আরও বলেন, ‘দেশের রাজনীতিতে যখন চরম বৈরীভাব বিরাজ করে, তখনও সিলেটে রাজনীতির আকাশে সম্প্রীতির সুবাতাস বয়ে যায়। যখনই কোনো সমস্যা, দুর্যোগ বয়ে যায়, তখনই এক টেবিলে বসে সমাধানের পথ বের হয়। আর তা সম্ভব হতো কামরানের মতো ভদ্র, উদার, বিনয়ী ও বন্ধুসুলভ কিছু মানুষের জন্য। আজ তিনি নেই। কামরান এমন একজন জনপ্রতিনিধি ছিলেন যার কাছে দল-মত নির্বিশেষে সবার দুয়ার ছিলো খোলা।’

কামরানের রুহের মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত