০৬ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩৯
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বাতিসা নানাকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার বাতিসা নানাকরায় আজ সকালে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। একই সময় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। তাদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
নিহতরা হলেন- ফেনী সদরের মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মামুন (৫০), তার শ্বাশুড়ি মাজেদা বেগম (৭০), ছেলে সাইমান (৫ মাস) ও মাইক্রোবাস চালক ফেনী সদরের মাষ্টার পাড়ার হাসান হাজারির ছেলে আলাউদ্দিন হাজারি (২৭)।
নিহত মামুনের ভাই হানিফ জানান, তার ভাই মামুন বন্যা কবলিত নিজ বাড়ির সদস্যদের দেখতে দুই দিন আগে ফেনীতে আসে। মামুন ঢাকার একটি হাসপাতালে চাকরি করেন। তিনি আজ সকালে স্ত্রী সন্তান ও শ্বাশুড়িকে নিয়ে ঢাকার উদ্দেশে মাইক্রোবাসযোগে ফেনী থেকে রওয়ানা দেন। কিছুক্ষণ পরে শুনি তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কের নানকরা এলাকায় ঢাকামুখী লেনে একটি মাইক্রোবাসের ( ঢাকামেট্রো চ-১৩-৩৬৬২) সামনে একটি ট্রাক দাঁড়ানো থাকায় মাইক্রোবাসের গতি কমিয়ে দেয়। এসময় পেছনে দ্রুত গতিতে থাকা স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে করে মাইক্রোবাসটি মহাসড়ক থেকে নীচে ছিটকে পড়ে যায়। এসময় মাইক্রোবাস চালক ও শিশুসহ চারজন ঘটনাস্থলে নিহত হন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
আপনার মন্তব্য