নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০১৬ ২২:০৫

মুক্তিযোদ্ধার জমি দখলে হামলাকারী সিদ্দিক গ্রেপ্তার

মুক্তিযোদ্ধার জমি দখলে নিতে পরিবারের ওপর হামলাকারী বলে অভিযুক্ত আবু সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ মে) সন্ধ্যায় আগ্রাবাদ সিডিএ ৪ নম্বর এলাকা থেকে আবু সিদ্দিক নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে ডবলমুরিং থানার এসআই মোহাম্মদ মানিক মিয়া জানিয়েছেন।

তিনি বলেন, হামলার শিকার পরিবারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সকালে আগ্রাবাদের বিল্লাপাড়া পুলিশ ফাড়ি সংলগ্ন মুক্তিযোদ্ধা মোফাজ্জেলুর রহমানের বাড়িতে ওই হামলা হয় বলে জানিয়েছেন তার মেয়ে ফারজানা কুলসুমা (৩০)। হামলাকারীরা ফারজানাকে শারিরীকভাবে লাঞ্ছিতও করে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবু সিদ্দিক তাদের জায়গা দখলে নিতে ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। আবু সিদ্দিক নিজেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুর নাম ভাঙ্গিয়ে এ হামলা হয় অভিযোগ করে ফারজানা  বলেন, “বাবা-মা দুজনই শয্যাশায়ী। বড় ভাইও থাকেন বাইরে। ছোটবোনকে নিয়ে আমি বাবার সঙ্গে থাকি।

অভিযোগ উঠেছে, আবু সিদ্দিক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুর নাম ভাঙ্গিয়ে মোফাজ্জেলের জমি দখলের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে।

হামলার ঘটনায় আহত কুলসুমা ডবলমুরিং থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত