সিলেটটুডে ডেস্ক

০১ জুন, ২০১৬ ২২:০০

সরকার উৎখাতের পরিকল্পনা জামায়াতের : জিহাদী বই ও লিফলেট উদ্ধার

অস্তিত্ব রক্ষায় সরকার উৎখাতের পরিবকল্পনা করছে জামায়াত।  নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে গোপন পরিকল্পনাকালে জামায়াতের তিন নেতাকর্মীকে আটকের পর এ দাবি করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।
বুধবার বিকেলে চট্টগ্রাম পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় হালিশহর থানাধীন ৬ নম্বর হাসমত আলী রোডস্থ দ্বীপ ম্যানশনের দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদী ও ধর্মীয় উসকানীমূলক বই,  লিফলেট ইত্যাদি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তিনজন হলেন, আব্দুর সবুর (৫১) তার ছেলে শিবিরের নেতা তাহসিন (১৮) ও জামায়াতের চট্টগ্রাম কেন্দ্রীয় কার্যালয়ের অফিস সহকারী শহিদুল ইসলাম (২৪)।

সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মোকতার হোসেন বলেন, যুদ্ধাপরাধের কারণে শীর্ষ জামায়াত নেতাদের ফাঁসি হওয়ায় তাদের অস্তিত্ব সংকটে পড়েছে। তাই সংগঠনকে সরকারের বিরুদ্ধে কিভাবে দাঁড় করানো যায় সেই পরিকল্পনা তৈরিতে গোপন বৈঠকে বসেছিল তারা। 

আপনার মন্তব্য

আলোচিত