সিলেটটুডে ডেস্ক

১৩ জুন, ২০১৬ ১৩:৩৬

হিযবুত তাহরীরের জেলা প্রধান অস্ত্রসহ আটক

হিজবুত তাহরীরের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রধান ওমর ফারুককে (৩০) অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত পৌনে ১ টায় তাকে আটক করা হয়। ওমর ফারুক সদর উপজেলার ৯ নম্বর রানীহাটী ইউনিয়নের ১ নম্বর ঘোড়াপাখিয়া ওয়ার্ডের সাদিকুল ইসলামের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত পৌনে একটায় ওমর ফারুকের বাড়ি সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, আধা কেজি গান পাউডার ও বিভিন্ন লিফলেট উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় এর আগে ২০১২ সালেও একটি সন্ত্রাসের মামলা হয়েছিলো বলে জানান ওসি।

এদিকে জেলা পুলিশ কন্ট্রোল রুম জানায়, রবিবার মধ্যরাত পর্যন্ত জেলার ৫ থানার পুলিশ ৩১ জনকে আটক করেছে। এদের মধ্যে ২২ জনের নামে ওয়ারেন্ট ও ৯ জনের নামে মামলা রয়েছে। এছাড়াও ৪ জন জামায়াত কর্মী রয়েছে। এদের মধ্যে দুই জনের নাম জানা গেছে, এরা হলেন- গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর কমিটির নায়েবে আমির নুরুল হুদা (৫২) ও আরেকজন গোমস্তাপুরের চৌডালা ইউপি কার্যনির্বাহী পরিষদের সদস্য ওয়ালিউল্লাহ (৪৪)।

আপনার মন্তব্য

আলোচিত