বেনাপোল প্রতিনিধি

১৩ জুন, ২০১৬ ১৬:১৩

বেনাপোলে ২টি পিস্তল ও ৪টি ম্যাগজিনসহ আটক ২

বেনাপোল সীমান্তের ২নং ঘিবা গ্রাম থেকে দু’টি বিদেশি পিস্তল ও ৪টি ম্যাগজিনসহ কুতুব উদ্দিন (৪০) ও আব্দুল মমিন পাখি (৪০) নামের দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছেন যশোর র‍্যাব-৬ এর সদস্যরা।

রবিবার রাতে ২ নং ঘিবা গ্রামের কুতুব উদ্দিনের বাড়ীর সামনে থেকে তাদেরকে আটক করা হয় বলে পোর্ট থানার মামলা সূত্রে জানা গেছে।

আটক কুতুব উদ্দিন ২নং ঘিবা গ্রামের ফজলুর রহমান মোড়লের ছেলে এবং আব্দুল মমিন পাখি একই এলাকার রওশন আলী মোড়লের ছেলে।

এ বিষয়ে যশোর র‍্যাপিড এ্যাকশন ব্যাটলিয়নের কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পোর্ট থানার ২নং ঘিবা গ্রামের কুতুব উদ্দিনের বাড়ীর সামনে অস্ত্র বেচা-কেনা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে সেখানে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কুতুব উদ্দিন এবং মমিনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দু’টি বিদেশি পিস্তল এবং ৪টি ম্যাগজিন জব্দ করা হয়েছে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনে ১৯ (ক) ধারায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই ও এই মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান আসামীদ্বয়কে সোমবার দুপুরে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত