সিলেটটুডে ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৬ ২০:৫২

কিশোরগঞ্জে মন্দিরে ঢুকে লক্ষ্মী প্রতিমা ভাঙচুর

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার জিনারি ইউনিয়নের বীর হাজীপুর গ্রামে দীপক চন্দ্র সরকারের বাড়িতে দুর্গা মন্দিরের ভেতর রাখা লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করা হয়।

পরদিন বৃহস্পতিবার সকালে মন্দির থেকে প্রায় দুইশ গজ দূরে একটি সড়কের উপর থেকে প্রতিমার বিচ্ছিন্ন মাথাটি দেখতে পান স্থানীয়রা। এরপর বিকালে এ ঘটনায় বাড়ির মালিক দীপক চন্দ্র সরকার হোসেনপুর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

প্রতিমা ভাঙচুরের নিন্দা জানিয়ে দীপক চন্দ্র সরকার জানান, প্রতিমার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধারের পর প্রতিমাটি বিসর্জন দেওয়া হয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু মোল্লা প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আওয়াল, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সোহানা নাসরিনসহ পূজা উদযাপন পরিষদের নেতারা।

আপনার মন্তব্য

আলোচিত