বেনাপোল প্রতিনিধি

২০ এপ্রিল, ২০২০ ০২:৩১

বেনাপোলে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

করোনাকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে বেনাপোলের মাদক সিন্ডিকেট। বিভিন্ন কৌশলে অভিনব কায়দায় ভারত থেকে মাদক আনার সময় তারা ধরাও পড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।

বেনাপোল সীমান্ত থেকে এবার ৫শ' পিস ইয়াবা ট্যাবলেট সহ হাফিজা খাতুন (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ৷ তবে, সেলিম নামে তার এক সহযোগী এসময় পালিয়ে যায়।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রাম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক হাফিজা বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামের সোহেল খানের স্ত্রী ও পলাতক আসামি সেলিম বেনাপোল নারায়ণপুর গ্রামের শহীদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫শ' পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে। এসময় তার সহযোগী সেলিম কৌশলে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামিকে সোমবার যশোর আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত দুসপ্তাহের ব্যবধানে এনিয়ে ৫শ' পিস ইয়াবা ও ২৬৬ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। আর পলাতক আসামি করা হয়েছে ৪ জনকে।

আপনার মন্তব্য

আলোচিত