সাপাহার প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০২০ ১৭:০৬

সাপাহারে অনুমোদনহীন ঔষধ বিক্রি করায় জরিমানা

নওগাঁর সাপাহারে অনুমোদনহীন ঔষধ বিক্রি করায় হাজী মেডিক্যাল হল নামে এক ফার্মেসিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী। জানা গেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার আইহাই ইউনিয়নের মধুইল বাজারে হাজী মেডিকেলের মালিক রসুলপুর গ্রামের গোলাম মর্তুজার ছেলে সিয়ামকে (২৭) অনুমোদনহীন ঔষধ বিক্রয় করার সময় স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী ভ্রাম্যমাণ আদালতে ওই ঔষধ ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও উপজেলা ঔষধ ফার্মেসি সমিতি ওই ঔষধের দোকানকে ১ মাস বন্ধ রাখার আদেশ প্রদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত