২৮ এপ্রিল, ২০২০ ১৩:২৯
যশোরে তিন চিকিৎসকসহ নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হলো।
মঙ্গলবার (২৭ এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আরও ১৮ জনের শরীরে নভেল করোনাভাইরাসের পজিটিভ এসেছে।
গত ২৪ ঘন্টায় ২টি জেলার মোট ৭২ জনের নমুনা পরীক্ষায় ১৮ রোগী কোভিড-১৯ শনাক্ত হয়। এর মধ্যে যশোরে ৪৭ নমুনায় ৩ চিকিৎসক ও ৩ সেবিকাসহ ১০ জন, ঝিনাইদহের ২৩টি নমুনায় ৮ জন।
বিষয়টি নিশ্চিত করে জিনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ জানান, এদিন নড়াইল জেলার ২টি নমুনা পরীক্ষা করলে ফলাফল নেগেটিভ পাওয়া যায়।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, যশোর জেলায় আক্রান্ত ১০ জনের মধ্যে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন চিকিৎসকসহ ৪ জন ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন সেবিকা, পৌর শহরের কারিগর পাড়ার একজন নারী (গার্মেন্টসকর্মী), বাঘারপাড়া উপজেলার মহিরণ গ্রামের বাসিন্দা, খুলনা সরকারি বিএল কলেজের ছাত্র ও যশোর সদর উপজেলার ১ জন রয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, এই পর্যন্ত যশোর জেলায় মোট ৪৪ জন করোনা রোগী শনাক্ত হলো।
আপনার মন্তব্য