সিলেটটুডে ডেস্ক

২৯ এপ্রিল, ২০২০ ১৫:২২

ওষুধের দোকানের সামনে ছটফট করে মারা গেলেন ক্রেতা

রাজধানীর ভাটারা থানা নতুন বাজার এলাকায় ওষুধ কিনতে এসে দোকানের সামনে ছটফট করতে করতে মারা গেলেন এক ব্যক্তি।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তার পরিচয় এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

বুধবার (২৯ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে আচমকা এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা জানতে প্রাথমিক তদন্ত শুরু করেছি। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হবে।

এসআই মিজানুর রহমান জানান, ভাটারা থানার নতুন বাজার ১৬০ ফিট রাস্তার বিগ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরে ওষুধ কিনতে আসেন ওই ব্যক্তি। ওষুধ নেওয়ার জন্য দোকানের কাউন্টারের সামনে দাঁড়ান। তবে ওষুধ কেনার আগেই দোকানের সামনে লোকটি ছটফট করতে থাকেন। আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাসপাতাল নেওয়ার চেষ্টা করে। কিন্তু তাকে কোথাও নেওয়ার আগেই প্রাণ হারান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত