০১ মে, ২০২০ ২৩:৫৩
শার্শা উপজেলায় করোনায় গৃহবন্দি ৩০০ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে শার্শা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
এসময় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১টি সাবান ও ১টি মাস্ক বিতরণ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে উপজেলা আনসার ও ভিডিপি অফিসে উপস্থিত থেকে এসময় খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা সাজেদা আক্তার ও ইউনিয়ন পর্যায়ে আনসার ও ভিডিপি কমান্ডারগণ।
আপনার মন্তব্য