
০৯ মে, ২০২০ ২১:০৮
যশোরে জেলায় চিকিৎসক দম্পতিসহ করোনামুক্ত হয়েছেন চারজন।
শনিবার (৯ মে) তিনজন ও গত বৃহস্পতিবার একজন সুস্থ হন। সুস্থ হওয়াদের মধ্যে তিন চিকিৎসক ও একজন গর্ভবতী নারী রয়েছেন। এর আগে শুক্রবার পর্যন্ত যশোর জেলায় ৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের তিনজনকে করোনামুক্ত হওয়ার ছাড়পত্র প্রদান করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের তিনজনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার করোনামুক্ত হন।
আপনার মন্তব্য