
০২ জুন, ২০২০ ১৪:৪৯
সিলেটের শহীদ ড. শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত কানাইঘাটের একজন বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২ জুন) ভোর ৫টায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
বিজ্ঞাপন
তিনি বলেন, কানাইঘাট উপজেলার বিরধল গ্রামের ৭৫ বয়সী ওই বৃদ্ধ ২৯ মে করোনার উপসর্গ নিয়ে শামসুদ্দিনে ভর্তি হয়েছিলেন। আজ ভোর ৫টায় তিনি মারা যান।
জানা যায়, ওই ব্যক্তির করোনা উপসর্গ থাকায় গত ২৬ মে শরীরের নমুনা সংগ্রহ করে ওসমানী হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। পরে ২৮ তারিখে রিপোর্ট পজিটিভ আসে। পরের দিন ২৯ মে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।
মৃতদেহটি স্থানীয় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং উপজেলার দাফন কমিটির উদ্যোগ ও তৎপরতায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানান সুশান্ত কুমার মহাপাত্র।
আপনার মন্তব্য