![ফেব্রুয়ারিতে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা](https://www.sylhettoday24.news/images/news/thumb/153649.jpeg)
০২ জুন, ২০২০ ২২:৪৮
নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নিরোদ চন্দ্র মন্ডল (৫২) নামে পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগে পল্লবী জোনে স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন।
করোনা পজিটিভ হওয়ায় তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার (২ জুন) দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়ি ফরিদপুরে পাঠানো হয়। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
উল্লেখ্য, বর্তমান করোনা পরিস্থিতিতে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এ যাবত বাংলাদেশ পুলিশে কর্মরত ১৬ জন সদস্য প্রাণ দিলেন।
আপনার মন্তব্য