০৫ জুন, ২০২০ ১২:৪১
সুনামগঞ্জের ছাতকে করোনায় আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাতে সিলেটের একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেন মুক্তিযোদ্ধা পিয়ারা মিয়া। তিনি ছাতক পৌরসভার বাগবাড়ী মহল্লার মৃত হরমুজ আলীর পুত্র।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাতে তার করোনা পজিটিভ শনাক্ত হলে তাকে সিলেটের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। রাতেই তিনি মৃত্যুবরণ করেন। ৪ জুন নতুন করে আরও ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হলে এর মধ্যে মুক্তিযোদ্ধা পিয়ারা মিয়াও ছিলেন। গত বুধবার ৪৫ জনের নমুনা সংগ্রহ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। ৪৫ জনের মধ্যে ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার পিসিআর ল্যাবের রিপোর্ট অনুযায়ী ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১ জন শহরের বাগবাড়ী এলাকার, কলেজ রোড এলাকার ২ জন, মন্ডলীভোগ এলাকার ৩ জন, ক্লাবরোড চাল হাটা অদুদ ম্যানশনের ১ জন, মধ্যবাজার চাঁদনী ঘাটের ১ জন, গনেশপুর এলাকার ১ জন, ঢাকা ফেরত লাফার্জ-হোলসিম সিমেন্ট কারখানার শ্রমিক ৩ জন।
বৃহস্পতিবার পর্যন্ত ছাতকে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫২ জনের। এর মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছেন। ৫ জন সুস্থ হয়েছেন, আইসোলেশনে আছেন ৩৩ জন। অন্যান্যরা হোমকোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
আপনার মন্তব্য