
১০ জুন, ২০২০ ১২:৪১
সিলেট বিভাগের আরও ৩৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) ঢাকার একটি ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে সিলেট বিভাগের ১৫৪ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তরা সিলেট বিভাগের হলেও কোন জেলার বাসিন্দা তা নিশ্চিত হওয়া যায়নি।
আপনার মন্তব্য