১১ জুন, ২০২০ ২৩:২১
ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেটে আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জমা হওয়া নমুনা থেকে কিছু নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। এরমধ্যে কিছু নমুনার পরীক্ষায় শেষে ৩৮টি পজেটিভ এসেছে বলে জানানো হয়েছে।
ডা. আনিসুর জানান, শনাক্ত হওয়া ৩৮ জনের মধ্যে ৪ জন বিয়ানীবাজার ও ২ জন ফেঞ্চুগঞ্জ উপজেলার। বাকী ৩২টি নমুনা শামসুদ্দিন হাসপাতাল থেকে পাঠানো হয়েছিলো।
বিজ্ঞাপন
এরআগে বৃহস্পতিবার রাাতে ওসমানী মেডিকেল কলেজের ল্যাব থেকে পাওয়া রিপোর্টে এই সিলেট জেলায় আরও ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ১ হাজার ২৪৮ জন।
ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীর ল্যাবে বৃহস্পতিবার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট জেলার বাসিন্দা। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার বাসিন্দা বেশি। শনাক্তদের মধ্যে চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য রয়েছেন।
এ পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৭২ জনের।
আপনার মন্তব্য