১৫ জুন, ২০২০ ২২:৫৬
সিলেট জেলায় আরও ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৬জন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীর ল্যাবে সোমবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের বেশিরভাগই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ ও হবিগঞ্জেরও বাসিন্দা রয়েছেন বলেও জানান এ চিকিৎসক।
বিজ্ঞাপন
নতুন আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৩২ জন করোনা রোগী। এছাড়া বিয়ানীবাজারের ১ জন, সুনামগঞ্জের ছাতকের ৪ ও হবিগঞ্জের বাহুবল উপজেলার ২ জন রয়েছেন।
সোমবার সকাল আটটা পর্যন্ত সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪১৩ জন। রাতে নতুন ৩৩ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ১ হাজার ৪৪৬ জন।
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৪৫ জনের। এরমধ্যে সিলেট জেলায় ১ হাজার ৪৪৬ জন, সুনামগঞ্জে ৫৬৭ জন, হবিগঞ্জে ২৪১ জন ও মৌলভীবাজারে ১৯১ জন রয়েছেন।
আপনার মন্তব্য