১৭ জুন, ২০২০ ১৫:৪৩
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুই চিকিৎসক।
বুধবার ( ১৭ জুন) দুপুরে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
এফডিএসআর’র দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন চিকিৎসক। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচ চিকিৎসক। মোট চিকিৎসক আক্রান্ত হয়েছেন এক হাজার ২২৩ জন।
মারা যাওয়া দুই চিকিৎসক হলেন, দিনাজপুর বিএমএ’র সাবেক সভাপতি ডা. শাহ আবদুল আহাদ এবং মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সাবেক সহযোগী অধ্যাপক ডা. মো. আশরাফুজ্জামান।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক এবং দিনাজপুর বিএমএ’র সাবেক সভাপতি ডা. শাহ আবদুল আহাদ বুধবার সকাল ৮টা ২০ মিনিটে মারা যান।
একই দিন সকাল ৮টায় রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সাবেক সহযোগী অধ্যাপক ডা. আশরাফুজ্জামান।
আপনার মন্তব্য