নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২০ ২২:৪৩

সিলেটে চিকিৎসকসহ আরও ৪১ জনের করোনা শনাক্ত

সিলেটে আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৪১ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ৫ জন চিকিৎসক রয়েছন বলে জানা গেছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৪১ জনের শরীরে পাওয়া যায় করোনাভাইরাস।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৩২ জন, কানাইঘাটের ২ জন, গোলাপগঞ্জের ১ জন, দক্ষিণ সুরমার ১ জন ও বিয়ানীবাজারের ১ জন রয়েছেন।

বিজ্ঞাপন



এছাড়া সুনামগঞ্জের ছাতকের ১ জন, মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়ার ১ জন করে এবং হবিগঞ্জের নবীগঞ্জের ১ জন রয়েছেন।

নতুন ৪১জনসহ সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮৪২ জনের। এরমধ্যে সিলেট জেলায় ১৬৪১ জন, সুনামগঞ্জে ৭১১ জন, মৌলভীবাজারে ২২৯ জন এবং হবিগঞ্জে ২৬১ জন রয়েছেন।

সিলেট বিভাগের মৃত্যুর সংখ্যা ৫৫। আর সুস্থ হয়েছেন ৬০৮ জন।

আপনার মন্তব্য

আলোচিত