নিজস্ব প্রতিবেদক

১৯ জুন, ২০২০ ০২:১৮

সাংবাদিক একুশ তাপাদার করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাংবাদিক একুশ তাপাদার। বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা শনাক্তের তথ্য জানা যায়।

এ তথ্য নিশ্চিত করে একুশ তাপাদার বলেন, দুদিন আগে জ্বর হয়েছিলো। এরপর সন্দেহবশত গত ১৬ জুন আমি নমুনা জমা দেই। ১৮ জুন আমার রিপোর্ট পজিটিভ আসে।

তবে এখন সুস্থ আছেন এবং বাসায় আইসোলেশনে আছেন বলে জানান একুশ।

ইংরেজি দৈনিক ডেইলি স্টার'র ক্রীড়া প্রতিবেদক একুশ তাপাদারের বাড়ি সিলেটে। গত ৮ জুন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একুশের মা মারা যান। এরপর থেকেই তিনি সিলেটে আছেন।

ডেইলি স্টারে যোগ দেওয়ার আগে সিলেটটুডে টোয়েন্টিফোর'র বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন একুশ তাপাদার।

আপনার মন্তব্য

আলোচিত