শ্রীমঙ্গল প্রতিনিধি

২০ জুন, ২০২০ ২২:০৪

শ্রীমঙ্গলে মসজিদের ইমামসহ ৪ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন করে চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমন শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে মসজিদের ইমাম ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

শনাক্ত হওয়া শ্রীমঙ্গলের একটি মসজিদের খতিব ও পেশ ইমামের  বসয় ৪০ বছর। তার বাড়ি শহরের পৌরসভা এলাকার মিশন সড়কে অবস্থিত।

এদিকে মিশন সড়কের ৪১ বছর বয়সের আরো একজনেরও করোনা শনাক্ত হয়েছে একইদিনে।

এছাড়া শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মীরও করোনা শনাক্ত হয়েছে। তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সাব অ্যাসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) (২৮) হিসেবে কর্মরত আছেন। তার বাসা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে। আক্রন্তদের মধ্যে একজন ৩৫ বছরের যুবকও রয়েছেন তার বাড়ি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের জেটি সড়কে। এ নিয়ে শ্রীমঙ্গলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২ জনে। যার মধ্যে ২৪ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ২ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, উপসর্গ থাকায় আক্রান্তদের নমুনা গত ১৮ জুন সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিলো আজ শনিবার ঢাকার পিসিআর ল্যাব থেকে এই ৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তরা হোম আইসোলেশনে মোটামুটি সুস্থ আছেন৷

আপনার মন্তব্য

আলোচিত