সিলেটটুডে ডেস্ক

২১ জুন, ২০২০ ০০:১৮

করোনায় যুগ্ম সচিব জাফর খানের মৃত্যু

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালক ও সরকারের যুগ্ম সচিব জাফর আহম্মদ খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার রাত ৮টার দিকে ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

যুগ্ম সচিব জাফর আহম্মদ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আপনার মন্তব্য

আলোচিত