শ্রীমঙ্গল প্রতিনিধি

২২ জুন, ২০২০ ১৬:০৬

শ্রীমঙ্গলে আরও ৫ জনের করোনা শনাক্ত

শ্রীমঙ্গলে নতুন করে পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে শ্রীমঙ্গলের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী বিষয়টি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আক্রান্তরা মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

আক্রান্তদের মধ্যে শ্রীমঙ্গল পৌরসভার পূর্বাশা এলাকার একজন পুরুষ যার বয়স ৪৯, শ্রীমঙ্গল পৌরসভার শাপলাবাগের একজন পুরুষ যার বয়স ৪২, শ্রীমঙ্গল পৌরসভার সিন্দুরখাঁন রোডের একজন নারী যার বয়স ৪৫, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সবুজবাগ এলাকার একজন পুরুষ যার বয়স ৩২ এবং র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একজন পুরুষ যার বয়স ৩৮।

শ্রীমঙ্গলের ইউএইচএন্ডএফপিও ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, উপসর্গ থাকায় আক্রান্তদের নমুনা গত ১৬ জুন ও ২০ জুন ঢাকা ও সিলেটের পিসিআর ল্যাবে পাঠানো হয় ৷ সিলেট ও ঢাকা থেকে আজ পাঁচজনের পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে। আক্রান্তরা মোটামুটি সুস্থ আছেন।

এ নিয়ে শ্রীমঙ্গলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ জনে। এর মধ্যে ২৪ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ২ জন ৷

আপনার মন্তব্য

আলোচিত