সিলেটটুডে ডেস্ক

১১ মার্চ, ২০২২ ২২:৪৬

করোনাভাইরাস: মৃত্যু ৫, শনাক্ত ২৫৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে ১৩ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষায় ২৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জন

শুক্রবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৯৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৮ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনই পুরুষ। তাদের সকলেই ঢাকা বিভাগের।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত