নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ, ২০২০ ১২:২৫

পরিস্থিতি অপরিবর্তিত, করোনার নতুন রোগী নেই, মৃত্যু নেই, সুস্থও হয়নি কেউ

দেশে করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এই রোগে আক্রান্ত হওয়া নতুন কোনো রোগী শনাক্ত হননি। নতুন কোন মৃত্যু নেই, নতুন করে কেউ সুস্থ হয়নি।

রোববার (২৯ মার্চ) দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

ফলে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আগের মতো ৪৮ জনই রয়েছে।

ডা. সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম ল্যাবে মোট ১০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখানে নতুন কেউ শনাক্ত হয়নি।

এ পর্যন্ত করোনাভাইরাস থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ জন। আগে আক্রান্তদের কেউ গত ২৪ ঘণ্টায় সুস্থ না হওয়ায় এ সংখ্যা অপরিবর্তিত থাকছে।

বাংলাদেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন, এবং পাঁচজনের মৃত্যু হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে তিনজনকে শনাক্ত করা হয়। তখন বলা হয়, এই তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন; তাদের কাছ থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত দেশে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত