সিলেটটুডে ডেস্ক

৩০ মার্চ, ২০২০ ০০:৪২

লাশের মিছিল থামছেই না ইতালিতে

নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) মৃত্যুর মিছিল থামছেই না ইতালিতে। প্রতিদিনই কয়েকশ’ প্রাণ কেড়ে নিচ্ছে কভিড-১৯।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫২১৭ জন, এদের মধ্যে মারা গেছেন ৭৫৬ জন। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৯ জন। বর্তমানে ইউরোপের এই দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬৮৯ জন। এর আগের দিন দেশটিতে মারা যান ৮৮৯ জন। 

রোববার বাংলাদেশ সময় রাতে ওয়ার্ল্ডওমিটার ইনফোতে এই তথ্য প্রকাশিত হয়। তথ্য অনুযায়ী, এ মুহূর্তে মুমূর্ষু অবস্থায় আছে ৩ হাজার ৯০৬ জন।

ইতালিতে গড়ে প্রতিদিন ২৪ হাজার ৫০৪ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৩০ জনের।

আপনার মন্তব্য

আলোচিত