সোশ্যাল মিডিয়া ডেস্ক

১৪ জুলাই, ২০১৬ ০০:৫০

কোচিং কি খুবই খারাপ, প্রশ্ন সাবেক শিক্ষা সচিবের

কোচিং কি খুবই খারাপ? আরো বেশি জানার জন্য কোচিং করা কী ক্ষতিকর? -এমন প্রশ্ন তুলেছেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান (এনআই খান)। বর্তমানে যুক্তরাজ্যে থাকা সাবেক এই শিক্ষা সচিব লন্ডনের একটি কোচিং সেন্টারের ছবি যুক্ত করে ফেসবুকে এমনটি লিখেছেন।

যদিও বাংলাদেশ সরকার কোচিংকে নিষিদ্ধ করেছে।

এনআই খান নিজের ফেসবুক পেজে লিখেন-

কোচিং এখন আর বাংলাদেশের শিল্প না। লন্ডনে ছড়িয়ে পড়েছে। আজ থেকে তিন দশক আগে যখন এদেশে পড়তে এসেছি তখন কোচিং ছিলো না। শুধু লন্ডন কেন, শিক্ষা সচিব থাকাকালীন আমেরিকা সফরের সময় নিউজার্সিতে দেখেছি।

ক্ষতিকর জিনিস প্রচার করা উচিত না, আর ভালো জিনিস সবাইকে জানাতে হয়। নিজে বিশ্বাস ও চর্চা করি তাই বলিনি। এজন্য অনেকে পেয়ে বসেছে, দুর্বল ভেবেছে। পুণঃ পূণঃ কষ্ট দিয়েছে। কি-ই বা করার আছে?

কোচিং কি খুবই খারাপ? না আমরা সব জিনিস খবিস করতে সিদ্ধহস্ত? কোথায় কী হচ্ছে, কেন হচ্ছে, তা আমাদের জানা উচিত কি না?

জানা জানানো, শেখা শেখানো, দেখা দেখানো, শোনা শোনানো' অনেক বিস্তৃত তাই আরো বেশি জানার জন্য কোচিং করা কী ক্ষতিকর? আমাদের কোচিং কী ভিন্ন? চর্বিত চর্বণ? একই বিষয় ঘুরে ফিরে শেখা? জ্ঞানের বিস্তৃতি নেই।

শিখেছিলাম "যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলে পাইতে পার অমূল্য রতন" এও শিখেছি যাকে দেখতে না'রি তার চলন বাঁকা" আমরা কী সেই পথে হাঁটছি।

লন্ডনের একটি কোচিং সেন্টার দেখুন। এদের অনেক শাখা আছে। এছাড়াও আরো অনেক কোচিং ব্যবসা আছে।

পরবর্তীতে আরো কিছু যোগ করব। জানি, বলতে পারেন কোচিং ব্যবসায়ীদের কাছ থেকে কিছু একটা খেয়েছি।

আপনার মন্তব্য

আলোচিত