সাব্বির খান

২৮ আগস্ট, ২০১৬ ১৮:০৬

আমার ধারনাটি যেন মিথ্যে হয়!

নারায়ণগঞ্জে তামিম নিধনের সাথে সাথেই একধরনের স্বস্তির নিঃশ্বাস বইছে সারা বাংলাদেশ জুড়ে। বিভিন্ন পত্রিকায় শিরোনাম হচ্ছে এই বলে যে, বাংলাদেশ হয়ত শেষ পর্যন্ত জঙ্গিমুক্ত হলো!

হয়ত হয়েছে। আবার নতুন করে নেতৃত্ব তৈরি করতে জঙ্গিদের কিছুটা সময় হয়ত লাগবে। রাজনীতির মাঠে এবং আলোচনায় টিকে থাকার জন্য নতুন নেতৃত্ব আসা পর্যন্ত চুপচাপ হাতপা গুটিয়ে বসে থাকার মানেই হচ্ছে আরো বেশি ক্ষয়ে যাওয়া, যেমন বিএনপি হয়েছে, এই কথাটি জঙ্গিরাও জানে।

জঙ্গিবাদ ধ্বংসে সরকারের তৃপ্তির ঢেকুরকে ম্লান করে দিতে এবং রাজনৈতিক টেবিলের আলোচনায় নিজেদের জিইয়ে রাখতে জঙ্গিগোষ্ঠীটি বাংলাদেশে খুব অচিরেই একটা অঘটন ঘটাতে পারে বলে আমি ধারনা করি। এই ধারাটি জঙ্গিবাদে খুবই সাধারণ একটি রীতি, যা ওসামা বিন লাদেন সহ বিশ্বের অন্যান্য জঙ্গি নেতৃত্ব নিধনের পরে চর্চা করতে দেখা গিয়েছে। এব্যাপারে সরকার সহ সবারই সচেতন থাকা বাঞ্ছনীয়।

আমার এই বিশ্লেষণটি গতকাল একজন স্বনামধন্য ও মেধাবী জঙ্গিবাদ বিষয়ক গবেষক ও বিশেষজ্ঞের সাথে খোলামেলা আলাপও করেছি। কিন্তু উনি আমার সাথে একমত হননি। আমিও মনেপ্রাণে চাই, আমার এই ধারনাটি যেন মিথ্যে হয়।

সাব্বির খান : রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখক ও সাংবাদিক

আপনার মন্তব্য

আলোচিত