ফরিদ আহমেদ

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৪৫

শান্তিতে ঘুমান চর্যাপদের অক্ষর থেকে উঠে আসা কবি!

আমাদের সোনালি প্রজন্মের সবচেয়ে বহুমুখী সাহিত্য ব্যক্তিত্বটি আজ চলে গেলেন। কবিতা, উপন্যাস, গল্প, নাটক, কাব্যনাট্য, অনুবাদ, চলচ্চিত্র, এমন কোনো দিক নেই যেখানে তিনি তাঁর প্রতিভার স্ফুরণ ঘটান নাই। এমন তীব্র এবং দশমুখী প্রতিভা বাংলাদেশে তিনি ছাড়া আর কেউ ছিলেন না।

তাঁর অনেক কবিতা, তাঁর উপন্যাস নিষিদ্ধ লোবান, কিংবা বাংলা সাহিত্যের অনন্য সৃষ্টি কাব্য নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় বা নুরলদীনের সারা জীবন, বাংলা সাহিত্যের সারাজীবনের সঞ্চয় হয়ে থাকবে। কিন্তু, আমার কাছে "মার্জিনের মন্তব্য" নামের অসাধারণ এক গ্রন্থের লেখক তিনি। এটা আমার পড়া বাংলা সাহিত্য আলোচনার উপর অন্যতম শ্রেষ্ঠ একটা গ্রন্থ। এই বই পড়ে বিস্ময়ে অবাক হয়ে দেখেছি, কীভাবে একজন সাহিত্যের শিল্পী সাহিত্যকে ব্যবচ্ছেদ করেন, কীভাবে এর ভিতরের কলকব্জাগুলোকে খুলে খুলে দেখেন, অন্যকে দেখান। বাংলা সাহিত্যে যারা কবিতা, গল্প কিংবা উপন্যাস লেখাকে নেশা কিংবা পেশা হিসাবে নিতে চান, তাদের জন্য অবশ্য পাঠ্য এটি।

লেখালেখি শেখার জন্য "মার্জিনে মন্তব্যের" তুল্য বই বাংলা ভাষায় দ্বিতীয় আর কোনোটা পাবেন না।

শান্তিতে ঘুমান চর্যাপদের অক্ষর থেকে উঠে আসা কবি, আমাদের সব্যসাচী লেখক সৈয়দ হক।

পথে ওড়ে ধুলো, ছাই ওড়ে শুধু পথে যে আগুন ছিলো
একদা সে জ্বেলে ছিলো।
হৃদয়ে এখন সৌধের ভাঙা টুকরো আছাড় খায়।
আলো নিভে যায়, নিভে যায় আলো একে একে জানালায়।
থেমে যায় গান
তারপরও প্রাণ
বাঁশিটির মতো বেজে চলে যেন সবই আছে সবই ছিলো।

আপনার মন্তব্য

আলোচিত