সোশ্যাল মিডিয়া ডেস্ক

০২ অক্টোবর, ২০১৬ ০১:১২

গ্যালারিতে বসে খেলায় দেখায় ব্যস্ত পুলিশ, মাঠে ঢুকে পড়লেন দর্শক

শনিবার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ চলাকালীন নিরাপত্তা বাধা টপকে এক দর্শক ঢুকে পড়েন মাঠে। মাঝমাঠে গিয়ে জড়িয়ে ধরেন টাইগার দলপতি মাশরাফিকে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া এখন তোলপাড়।

মাশাফির প্রতি দর্শকদের ভালোবাসা, ভক্তকে রক্ষায় মাশরাফির ভূমিকা নিয়ে প্রশংসা করছেন অনেকে। একইসঙ্গে নিরাপত্তা কড়াকড়ির মধ্যে বিনা বাধায় একজন দর্শকের মাঠে ঢুকে পড়া নিয়ে প্রশ্নও তুলেছেন কেউ কেউ।

শনিবারের ম্যাচটি দেখতে শের-এ-বাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন অনলাইন এক্টিভিস্ট শামস রাশীদ জয়। এ ঘটনার প্রেক্ষিতে তিনি ফেসবুকে লিখেছেন, শনিবার ম্যাচে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের অনেক সদস্যও গ্যালারিতে বসা খেলায় দেখায় ব্যস্ত ছিলেন। তাদের এই দায়িত্ব অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করেন জয়। নিজের বক্তব্যের প্রমাণ হিসেবে কিছু ছবিও যুক্ত করে দিয়েছেন জয়।

জয় ফেসবুকে লিখেন-

পুলিশ ভাইরা গ্যালারিতে বসে খেলা দেখে বলেই এক ভক্তের এই বাধাহীন পীচ ইনভেশন ঘটতে পারলো।

বিদেশের ক্রিকেট ফুটবল ম্যাচগুলোতে দেখি পুলিশ পেছন ফিরে গ্যালারির দিকে তাকিয়ে ডিউটি করে, খেলা দেখে না। অথচ আমরা..., পীচ ইনভেশন সেখানেও হয়, তবে এমন বাধাহীনভাবে না।

আমাদের সিকিউরিটি রেটিং এই ঘটনায় ক্ষতিগ্রস্ত না হইলেই ভালো।

আমাদের ক্রিকেটাররা সুপারস্টার হয় উঠেছে, আরও বড় তারকা হবে ওরা। এ বিষয়ে আরও সতর্ক হওয়া দরকার।

আপনার মন্তব্য

আলোচিত