শওগাত আলী সাগর

১৬ অক্টোবর, ২০১৬ ২৩:২৭

হাত তোলার গণতন্ত্র থেকে আওয়ামী লীগ বেরিয়ে আসুক

শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব থেকে সরে দাড়াতে চান –মর্মে খবর বেরিয়েছে পত্রিকায়। শেখ হাসিনার এই ভাবনাকে অভিনন্দন জানাই। দল কিংবা রাষ্ট্র পরিচালনায় নতুন নেতৃত্ব,নতুন মেধা সংযুক্ত হওয়ার সুযোগ থাকতে হয়। শেখ হাসিনা সেই প্রয়োজনীয় ভাবনাটিই ভাবছেন।

আওয়ামী লীগের নেতারা এতোবেশি শেখহাসিনা নির্ভর হয়ে পড়েছেন যে তারা নিজেদের দায়িত্বটুকু পালনের জন্যও শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় থাকেন। হঠাত করে শেখ হাসিনা সরে দাঁড়ালে এই নেতারাও অকর্মণ্য হয়ে পড়বেন।

‘আর কতো- নতুন নেতা খুঁজেন’- ঠিক এইভাবে নয়, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া চালু করতে হবে দলে, নেতারা নির্বাচিত হবেন আপন কাজের এবং যোগ্যতার বিবেচনায়, তেমন নিয়ম চালুর উদ্যোগ নিন আগে।

হাত তোলার গণতন্ত্র থেকে আওয়ামী লীগ বেরিয়ে আসুক, দলে সত্যিকারের গণতন্ত্রের চর্চা হউক,নতুন নেতৃত্ব সংযুক্ত হওয়ার প্রক্রিয়া চালু হউক- সম্মেলনের আগে আওয়ামী লীগের কাছে এটাই প্রত্যাশা।

  • শওগাত আলী সাগর : প্রবাসী সাংবাদিক।

[ফেসবুক থেকে]

আপনার মন্তব্য

আলোচিত