নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০১৬ ১৮:১৮

সম্মেলন উপলক্ষে ফেসবুকে আ.লীগের বিশেষ প্রোফাইল ছবি ক্যাম্পেইন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের 'আই সাপোর্ট কজ' অ্যাপ ব্যবহার করে দলীয় পতাকার আদলে প্রোফাইল ছবি বদলের উদ্যোগ নিয়েছেন দলটির অঙ্গ সংগঠনের সিলেটের এক নেতা।

মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে ইতিমধ্যে ফেসবুকে অগণিত আওয়ামীলীগ সমর্থকদের প্রোফাইলে এখন তা শোভা পাচ্ছে।

এই উদ্যোগ গ্রহণ করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এমদাদ রহমান। তিনি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্মেলন একটা উৎসব, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া আমাদের প্রাণের সংগঠনের এই উৎসবকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার জন্যে এই উদ্যোগ গ্রহণ করেছি আমি"।

তিনি বলেন,  https://www.isupportcause.com/campaign/20th-national-conference,-bangladesh-awami-league/gpltu  এ গিয়ে যেকোনো ফেসবুক ব্যবহারকারী লগ ইন থাকা অবস্থায় নিজের পছন্দের ছবির সাথে দলীয় লোগো ও সম্মেলনের লোগো দেয়া ব্যাজ প্রোফাইল ছবির সাথে যুক্ত করে নিতে পারেন।

এমদাদ বলেন, "যেহেতু কোটি কোটি আওয়ামীলীগ সমর্থকের সবার সম্মেলনে অংশ নেয়ার সুযোগ নেই তাই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাম্পেইনে অংশ নিয়েও সম্মেলনের সাথে সামিল থাকতে পারেন।
বিশেষ এই সফটওয়ার আশরাফুল আলম তৈরি করেছেন বলে জানান এমদাদ।

আপনার মন্তব্য

আলোচিত