নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০১৬ ০৯:৪৫

পার্বতীপুরের ধর্ষিত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন আ.লীগ নেতা

দিনাজপুর জেলার পার্বতীপুরে ধর্ষণের শিকার হওয়া ৫ বছরের শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা।

জহিরুল হকের ছেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল হক শাকিল এই তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ব্যাপারে এক পোস্টে শাকিল লিখেছেন, 

আপডেট
---------
এইমাত্র কথা হলো আমার বাবা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকার সাথে| তাকে বিস্তারিত বললাম।

তিনি সব শুনে বললেন, সবার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর নিতে হবে কেন? আমরা উনার সাথে শেয়ার করবো| পূজা আমার নাতনিদের চেয়েও ছোট। তার চিকিৎসার দায়িত্ব আমি নিলাম।

ফোনে পাইনি পূজার বাবা সুবল দাসকে। সকালে জানাবো।

প্রসঙ্গত, গত বুধবার (১৯ অক্টোবর) পার্বতীপুরের জমিরের হাট এলাকায় সুবল দাসের এই কন্যাশিশুকে গ্রামের লোকজন একটি হলুদ ক্ষেত থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়। এদিকে এই ঘটনায় জড়িত সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর পুলিশ। 

আপনার মন্তব্য

আলোচিত