
২৪ এপ্রিল, ২০২০ ২৩:৪৬
জয়নাল হাজারী ও ডোনাল্ড ট্রাম্প
করোনাভাইরাস থেকে মুক্তি পেতে ফুসফুস কেটে বের করে তা স্যানিটাইজার বা সাবানে ধুয়ে নেয়ার পরামর্শ দিয়েছিলেন হাস্যরস ও আলোচনার পাত্র হয়েছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নাল হাজারী। সেই আলোচনা-সমালোচনার পর এবার আবার সেই ভিডিওর কথা স্মরণ করেছেন তিনি। হাজারী প্রসঙ্গের অবতারণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা চিকিৎসার ফর্মুলা দেওয়ার পর পরই।
ইনজেকশনের মাধ্যমে জীবাণুনাশক যেভাবে শরীরে ঢোকানো হয়, একইভাবে সূর্যালোক বা কোনো শক্তিশালী আলো ঢুকিয়ে কভিড-১৯ ভাইরাসকে মেরে ফেলা যাবে, এমন ফর্মুলা দিয়েছেন ট্রাম্প।
আর এ বিষয়টি উল্লেখ করে শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয়নাল হাজারী লিখেন, 'আমি বলাতে মহাভারত অশুদ্ধ হয়ে গেল এখনতো ট্রাম্প ও বলেছে কীটনাশক দিয়ে ফুসফুস পরিষ্কার করার জন্য।'
বিজ্ঞাপন
৯ এপ্রিল ফেসবুক পেজে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী করোনা সংক্রমণে মৃত্যু এড়াতে ফুসফুস কেটে বের করে স্যানিটাইজার বা অ্যালকোহলে বা সাবান পানিতে তা ধুয়ে নেয়া যায় কি না তা ভেবে দেখতে বলেন চিকিৎসকদের। তাই ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিল।
আপনার মন্তব্য