নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি , ২০১৫ ২২:১৮

এম পি মাহমুদ উস সামাদের নেতৃত্বে মোটর সাইকেল শোডাউন

সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির অবৈধ হরতাল অবরোধের বিরুদ্ধে আইন প্রণয়নের দাবীতে মোটর সাইকেল শোডাউন আজ ফেঞ্চুগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

"আর নয় প্রতিবাদ-এবার গড়বো প্রতিরোধ" স্লোগানে দেশব্যাপী ২০ দলের অবৈধ হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা হামলায় মানুষ হত্যার বিরুদ্ধে আইন প্রণয়নের দাবীতে মোটর সাইকেল শোডাউন করে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠন।

মোটর সাইকেল শোডাউনটি বিকেল ৩ টায় মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির নুরপুরস্থ বাসভবন থেকে শুরু হয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানারোড পয়েন্টে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে তিনি দেশাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে গণবিরোধী এই হরতাল-অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। 

 

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত