সিলেটটুডে ডেস্ক

২৫ অক্টোবর, ২০২১ ০১:০১

কানাডার পার্লামেন্টের সামনে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ

বাংলাদেশে চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কানাডার ম্যানিটোবায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। ২৩ অক্টোবর কানাডার ম্যানিটোবার স্থানীয় সময় বিকেল ৫ টায় ম্যানিটোবার লেগিসলেটিভ বিল্ডিং এর সামনে এই প্রতিবাদ করা হয়।যা ম্যানিটোবার পার্লামেন্ট হিসেবেই বেশি পরিচিত।

ম্যানিটোবায় বসবাসরত বিভিন্ন দেশের সনাতন ধর্মাবলম্বী মানুষরাই এই মানব বন্ধন এর আয়োজন করে।এতে বাংলাদেশী, ভারতীয়রাসহ স্থানীয়  বাসিন্দাও অংশগ্রহণ করেন।

পার্লামেন্ট এর সামনে প্রায় ২ ঘণ্টা তারা অবস্থান কর্মসূচী পালন করেন। এ সময় অংশগ্রহণকারী সবাই প্লে কার্ড হাতে দাঁড়িয়ে থেকে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এতে বাংলাদেশীদের মধ্যে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন অমিত ঠাকুর, ননদিয়া, জ্যাসওয়াল পূজা, মিশুক রায় প্রমুখ।

মানববন্ধনে থাকা জ্যাসওয়াল পূজা জানান, আমরা দেশের বাইরে থেকেও বাংলাদেশের প্রতিমা ভাঙা সহ এইসব সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতেই রাস্তায় নেমেছি এবং এই আন্দোলন চালিয়ে যাব। আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই দেশে এইসব ন্যাক্কারজনক হামলা যেন বন্ধ হয় এবং বাংলাদেশ যেন একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে পরিচিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত