সিলেটটুডে ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০২০ ০১:৪৭

সিলেটে আজ মঞ্চস্থ হবে চিহ্ন’র ‘সারারাত্তির’

সিলেটের প্রথম প্রযোজনা ভিত্তিক নাট্য সংগঠন ‘চিহ্ন’ আত্মপ্রকাশ করছে আজ মঙ্গলবার। আত্মপ্রকাশের দিন চিহ্ন মঞ্চস্থ করতে যাচ্ছে বাদল সরকারের রচিত নাটক ‘সারারাত্তির’। রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি।

নাটকটির নির্দেশনা দিয়েছেন শাবিপ্রবির নাট্য সংগঠন দিক থিয়েটারের সাবেক সভাপতি তনু দীপ।

নির্দেশক তনু দীপ জানান, বাস্তব আর পরাবাস্তবের উপর নির্ভর করে নাটকটি এগিয়েছে। নাট্যকার সুতিক্ষèভাবে গল্পের গাথনি নির্মাণ করেছেন। সাত বছরের সংসার করা এক দম্পতি এক রাতের মধ্যে আবিষ্কার করে কতটা অপরিচিত তারা নিজেদের কাছেই। মনের স্বপ্ন নাকি চোখের বাস্তবতা- কোনটার পিছনে ছুটবে মানুষ, এই উত্তর খুঁজতে খুঁজতেই শেষ হয়ে যায় তাদের রাত্তির।

নাটকের বিভিন্ন চরিত্রের নাম ভূমিকায় আছেন মো. আনোয়ার হোসেন রনি, নজরুল ইসলাম মনজুর ও সাদিয়া জান্নাত জয়া।

নাটকটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছে প্রযোজনা ভিত্তিক নাট্য সংগঠন ‘চিহ্ন’।

আপনার মন্তব্য

আলোচিত