শাবিপ্রবি প্রতিনিধি

২১ মার্চ, ২০২৪ ১৬:৩৩

শাবি শিক্ষক সমিতির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত শিক্ষকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাথে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবীর বলেন, শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবসময় কাজ করে আসছে। পরিশেষে বিশ্ববিদ্যালয়ের সকলের সাথে পারষ্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করার আশা ব্যক্ত করেন তিনি।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের সাথে পারস্পরিক সম্পর্ক ও শিক্ষার পরিবেশ বজায় রেখে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে যাব। এতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাজিয়া সুলতানা চৌধুরী, যুগ্ম-সম্পাদক সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান, সদস্য অধ্যাপক ড. মাহবুবুল হাকিম, অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছার উপস্থিত ছিলেন। অন্যদিকে শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র, সহসভাপতি রাহাত হাসান মিশকাত, সাধারণ সম্পাদক হাসান নাঈমসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত