
২৪ মে, ২০২৪ ১৩:২৯
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। ' স্ট্র্যাটেজিস ফর ইনহান্সিং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ' শিরোনামে এ ওয়ার্কশপ পরিচালনা করবেন আমেরিকান দূতাবাস,ঢাকার ইংলিশ ল্যাংগুয়েজ ফেলো ক্যালী রয়স্টার। কর্মশালায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে ৬০ জন শিক্ষার্থী নাম নিবন্ধন করেছেন।
এদিকে কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম।
এতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব অনুরোধ জানিয়েছেন।
আপনার মন্তব্য