
০৮ অক্টোবর, ২০২৫ ২২:৩৬
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী।
বুধবার (৮ অক্টোবর) সন্ধা ৭টার দিকে চট্টগ্রামের দেওয়ানঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আহত শিক্ষার্থী।
তিনি জানান, “আগামীকাল সকালের ট্রেনে সিলেট যাওয়ার কথা তাই চট্টগ্রামের কলেজ বন্ধুদের সাথে দেখা করতে গেছিলাম। আমরা কয়েকজন বন্ধু মিলে মাগরিবের পরে বশে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করেই ছিনতাইকারীদের একটি দল আমাদের উপর আক্রমন করে। তারপর আমাদের কাছে থাকা জিনিসপত্র নেওয়ার চেষ্টা করে। একজনের থেকে একটা মোবাইল ও দুজনের থেকে টাকাসহ যা আছে সব নিয়ে নেয়।”
আহত শিক্ষার্থী বলেন, “ছিনতাইকারীদের কাছে ধারালো ছুরি ছিল, তা দিয়ে তারা আমার পায়ে আঘাত করেছে। আমার পায়ে তিনটা সেলাই দিতে হয়েছে। আমার বন্ধুর পিঠেও আঘাত করেছে। তাদের সাথে আরও কয়েকটি দল ছিল আড়ালে। তাই আমরা কিছু করার সাহস পাইনি।”
আপনার মন্তব্য