নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২৫ ১৮:০৪

‘মনোনয়ন না দিলে আসসালামু আলাইকুম’, এ ধরণের বক্তব্য আমি দেইনি: আরিফ

বুধবার সিলেটটুডে’র একটি নিউজের কিছু অংশের সাথে সাথে দ্বিমত পোষণ করেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি এ ধরণের কোন বক্তব্য দেননি বলেও জানিয়েছেন।

বুধবার সন্ধ্যায় সিলেটটুডের কাছে এমনটি জানান তিনি।


এরআগে বিকেলে সিলেটটুডেতে প্রকাশিত এ প্রতিবেদনে উল্লেখ করা হয়- মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট নগরের মেজরটিলা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন আরিফুল হক চৌধুরী। এরপর সন্ধ্যায় সংক্ষিপ্ত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এতে তিনি বলেন,‘আমার দলের চেয়ারম্যানের কাছে বলে দিয়েছি, নির্বাচন করলে যদি আমাকে সংসদ সদস্য দেন, তাহলে সিলেট-১ দিতে হবে। আর যদি সংসদ সদস্য না দেন, তাহলে আমাকে ডিক্লেয়ার করতে হবে এই এলাকায় আমাকে মেয়রের...। আমি এটা বলছি। না হলে আমাকে বলতে হবে, আপনাকে দিয়ে হবে না; আমি আসসালামু আলাইকুম। মধ্যখানে কোনো কিছু থাকবে না।’

তবে তিনি এ ধরণের বক্তব্য দেননি বলে বুধবার দাবি করেছেন আরিফুল হক চৌধুরী।

সিলেটটুডেকে তিনি বলেন, আমি সবসময় যে কথা বলি- ‘সিলেট-১ আসনে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। সিলেট-১ আসনে মনোনয়ন না দিলে আমি সিটি মেয়র পদে মনোনয়ন চাই’, মেজরটিলার সমাবেশেও এ কথা বলেছি। দলের চেয়ারম্যানের কাছেও এই দাবি জানিয়েছি। আর ‘আসসালামু আলাইকুম’ কথাটা বলেছি সেখানে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে। কিন্তু গণমাধ্যমে ভুলভাবে আমার বক্তব্য এসেছে।

মঙ্গলবারের ওই সমাবেশে আরিফুল হক চৌধুরী আরও বলেন, আমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত বিভিন্নভাবে চলে, চলুক। নিয়ত সাফ করে কাজ করলে আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমি এখনো স্থির করি নাই।

এ সময় বিএনপিকে নিয়ে ‘ষড়যন্ত্র’ চলছে দাবি করে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আপনাদের একটা কথা বলে রাখি, বিএনপি যাতে সংসদে যেতে না পারে, সরকার গঠন করতে না পারে, তার জন্য একটা বিশেষ দল, বিশেষ মহল, নতুন নতুন ফর্মুলা দিয়ে মাঠে-ময়দানে কাজ করছে। আগে আওয়ামী লীগে ঘুম থেকে উঠে বলত বিএনপি ওতা করে, বিএনপি হতা করে, বিএনপি বিএনপি বিএনপি জপতে জপতে তালু জিহ্বা এক করে ফেলত। আর এখন একদল আছেন নাম নেয় না, শুধু একটি বিশেষ দল, একটি বিশেষ দল বলে।’

সেই রাজনৈতিক প্রতিপক্ষকে হুঁশিয়ারি করে সিলেট সিটি করপোরেশনের এই মেয়র বলেন, ‘আমরার নাম মুখে আনবা না, নাইলে আমরাও হুঁশিয়ার, শেষে আমরাও সবতা কওয়া শুরু করি দিমু। কেউ এত ফেরেশতা না, ধোয়া তুলসীপাতা না। কে চান্দা নেয়, ইতা জনগণে সবতা জানইন। আমার ডানে-বাঁয়েও যদি দেখউন, এরা জমি দখল করে, চাঁদাবাজি করে। তাহলে আমারে জানাইন, আপনারা জনগণের চোখ কান খোলা রাখবা। কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, কোনো দখলদার—এদের থেকে দূরে থাকার চেষ্টা করবা। যেইন তাইন এরারে নিয়া চলবা, তারারেও আসসালামু আলাইকুম কই দিবা।’

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা শুকুর আহমদ, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান, কৃষক দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত