
০৮ অক্টোবর, ২০২৫ ২৩:৪৩
সিলেটের দক্ষিণ সুরমার বাইপাস রোডের ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট প্রদানের দাবিতে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ দক্ষিণ সুরমা থানা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের থানা শাখা সভাপতি আসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এর পরিচালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
বক্তব্য রাখেন সংগঠনের দক্ষিণ সুরমা থানা শাখার সহ সভাপতি নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক জগলু মিয়া, শ্রমিক নেতা জয়নাল মিয়া, মিন্টু মিয়া, আজমল আলী, রঞ্জিত, জুবায়ের আহমদ, আসাদুল ইসলাম, কামাল উদ্দিন, বাবুল মিয়া, মোদাছছির আলী, সোহেল আহমদ, বাছির মিয়া, লায়েক মিয়া, আব্দুল জলিল, কয়েস মিয়া, আব্দুস সোবহান, আনিছুর রহমান খান, আজমল মিয়া, কাওছার মিয়া, হারুনুর রশিদ প্রমুখ। এছাড়াও সমাবেশে কয়েক শতাধিক মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিক্সা বন্ধ থাকায় মালিক-শ্রমিকরা অনাহারে কষ্টের মধ্যে পরিবার-পরিজন নিয়ে দিন কাটাচ্ছেন। শ্রমিকদের উপার্জনের রাস্তা বন্ধ থাকায় আয়-রোজগার করতে না পারায় ছেলে-মেয়েদের পড়ালেখার খরচ, অসুস্থ পিতা-মাতার ঔষধ ক্রয় করতে পারছেন না, এটা অত্যন্ত দুঃখজনক।
বক্তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় ব্যাটারিচালিত রিক্স অবাদে চলাচল করছে। কিন্তু সিলেট নগরীতে চলতে দেওয়া হচ্ছে না, এতে রিক্সা মালিক-শ্রমিকদের সাথে অন্যায় ও অবিচার করা হচ্ছে।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে ছাত্র-জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রিক্সা শ্রমিকরাও আন্দোলন করেছেন। তারা আহতদের হাসপাতালে নিয়ে যেতে এম্বুলেন্সের মতো নিঃস্বার্থে সার্ভিস দিয়েছেন। এসময় সড়কে অন্য কোন যানবাহন ছিল না। দেশের কল্যাণে রিক্সা শ্রমিকরা সাহসী ভূমিকা রাখলেও আজ তারা বৈষম্য ও বঞ্চিত রয়েছেন। অনতিবিলম্বে ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট দিয়ে নগরীর ভিআইপি রোড ছাড়া অন্যান্য রোডে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের ব্যবস্থা করে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয়, প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষে প্রতি উদার্থ আহবান জানান মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য