সিলেটটুডে ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৫ ১২:০৩

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে যমুনা অভিমুখে উদীচীর গানের মিছিল আজ

প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে গানের মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসবভন যমুনা অভিমুখে যাত্রা করবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় ‘উদীচী থেকে যমুনা’ শীর্ষক গানের মিছিলটি রাজধানীর তোপখানা রোডে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হবে।

গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ধর্মভিত্তিক কয়েকটি দলের হুমকির মুখে সরকার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করেছে, যার মধ্য দিয়ে মূলত একটি বিশেষ গোষ্ঠীর কাছে সরকারের নতজানু চরিত্রের প্রকাশ পেয়েছে বলে মনে করে উদীচী।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আরও মনে করে, সুকুমারবৃত্তি বিকাশের মধ্য দিয়ে কোমলমতি শিশুদের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম, মানবিক মূল্যবোধ তৈরি করা এবং ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐশ্বর্য্যের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। বাংলাদেশের জন্মের পর থেকেই এ দেশের সংস্কৃতিকর্মীরা পাঠ্যক্রমে শিল্পকলার নানা বিষয় সংযুক্তির দাবি জানিয়ে আসছে। কারণ, অসাম্প্রদায়িক, দরদি ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা এবং শিশু-কিশোরদের উন্নত অভিরুচি গঠনের ক্ষেত্রে সংগীত-শিল্প-সাহিত্যের কোনো বিকল্প নেই।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগের সুযোগ সৃষ্টির বিষয়টি ছিল সরকারের যুগান্তকারী উদ্যোগ এবং এ দেশের সংস্কৃতিকর্মীদের দীর্ঘদিনের আন্দোলনের ফল। কিন্তু কয়েকটি ধর্মাশ্রয়ী দলের বিরোধিতার মুখে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষকের পদ বাতিলের ঘটনা দেশে একটি ন্যাক্কারজনক নজির স্থাপন করল।

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত থেকে সরকারকে অবিলম্বে সরে আসার দাবিতে উদীচীর এই প্রতিবাদী কর্মসূচিতে সর্বস্তরের সংস্কৃতিপ্রেমী মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

আপনার মন্তব্য

আলোচিত