বিশ্বনাথ প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২৫ ১৯:৫১

ইলিয়াস আলীর প্রতিনিধি হয়ে এসেছি, ফিরিয়ে দেবেন না: লুনা

সিলেট-২ আসনে (বিশ্বনাথ) বিএনপির প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘সিলেট-২ নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর আসন। এই আসনে বেগম খালেদা জিয়া আমাকে দলের মনোনয়ন দিয়েছেন, ধানের শীষে ভোট চাইতে বলেছেন। এজন্য আমি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর আসনে তাঁর প্রতিনিধি হয়ে ধানের শীষে ভোট চাইতে এসেছি। আমাকে ফিরিয়ে দেবেন না।’

শনিবার সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথের বাগিচা বাজারে দেওকলস ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুনা কথাগুলো বলেন।

বিগত ১৭ বছর আওয়ামী শাসনের সমালোচনা করে লুনা বলেন, ‘বিএনপির রাজনীতি উন্নয়নের রাজনীতি। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়। তাই এম ইলিয়াস আলীর মতো বিশ্বনাথ-ওসমানীনগরের উন্নয়ন ত্বরান্বিত করতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই আসন উপহার দেব। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ভেদাভেদ ভুলে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেবুল মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা জিললুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি গউছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউনিয়ন চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, আব্দুল মুমিন মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল ইসলাম, জেলা উলামা দলের সদস্য মাওলানা মাহমুদুর রহমান ও দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ।

সভায় আরও বক্তব্য দেন দেওকলস ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক চান মিয়া মাস্টার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান, বিএনপি নেতা আমির আলী, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন এবং ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জাকির আহমেদ। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল আলীম সোহাগ।

আপনার মন্তব্য

আলোচিত