০৯ নভেম্বর, ২০২৫ ১৬:৪৩
৬টি চোরাই ও নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা উদ্ধারসহ চুরির সঙ্গে জড়িত সন্দেহে জুয়েল আহমদ (৩৮) নামের এক যুবককে আটক করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ।
আটক জুয়েলবিশ্বনাথ পৌরশহরের রাজনগর গ্রামের জুনাব আলীর ছেলে ও পেশোয় একজন অটোরিকশা চালাক। অভিযোগ রয়েছে, আটক জুয়েল আহমদ অটোরিকশা চুরি করে এনে বাড়িতে রেখে নাম্বার প্লেটসহ বিভিন্ন সরঞ্জামাদি পরিবর্তন করে বিক্রি করে।
শনিবার (৮ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বনাথ ও কানাইঘাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিশ্বনাথ পৌরশহরের জানাইয়া (মশুলা) গ্রামের শরীফ উদ্দিনের বাড়ি থেকে ৫টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করে। এরপর পূর্ব মন্ডলকাপন গ্রামের ময়না মিয়ার বাড়ি থেকে আরও ১টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, কানাইঘাট থানা পুলিশ একটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধারে নেমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন, গাড়িটি বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রাম এলাকায় রয়েছে। পরবর্তিতে কানাইঘাট থানা পুলিশ বিষয়টি বিশ্বনাথ থানা পুলিশকে অবহিত করলে দুই থানা পুলিশ শনিবার বিশ্বনাথে যৌথ অভিযানে নামে। এরপর পৌরশহরের জানাইয়া (মশুলা) গ্রামের শরীফ উদ্দিনের বাড়ি থেকে ৫টি এবং পূর্ব মন্ডলকাপন গ্রামের ময়না মিয়ার বাড়ি থেকে আরও ১টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করে। এসময় জুয়েল আহমদকেও আটক করা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তূতি চলছে। সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এছাড়া উদ্ধার হওয়া অটোরিকশাগুরোর প্রকৃত মালিক শনাক্ত করতে কাগজপত্র যাচাইবাচাই চলছে বলেও জানিয়েছে তিনি।
আপনার মন্তব্য